ওংকারেশ্বর মন্দির || চতুর্থ জ্যোতির্লিঙ্গের রহস্য ।। Omkareshwar Temple


 

ওঙ্কারেশ্বর ভারতের মধ্য প্রদেশ রাজ্যের খাণ্ডোয়া জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।হিন্দুশাস্ত্র মতে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক শূর বিন্ধ্য নিজ পাপ স্খলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেন৷ তিনি পবিত্র জ্যামিতিক নকশার মাধ্যমে বালি পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরী করেন৷ ভগবান শিব তার তপস্যায় প্রসন্ন হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হন৷ মনে করা হয় দুটি রূপই যথাক্রমে ওঙ্কারেশ্বর এবং অমরেশ্বর (বর্তমানে নাম মমলেশ্বর) শিবলিঙ্গ৷ নদীগর্ভের পলি ঘনীভূত হয়ে দেবনাগরী '' (ওঁ) এর আকির ধারণ করলে দ্বীপটির নাম রাখা হয় ওংকারেশ্বর৷ মন্দিরে একটি পার্বতীমূর্তি এবং একটি পঞ্চমুখী গণেশ মূর্তিও রয়েছে৷

দ্বিতীয় জনশ্রুতিটি মান্ধাতা এবং তার পুত্রের তপস্যা সম্বন্ধীয়৷ শ্রীরামচন্দ্রের পূর্বসুরী তথা সূর্যবংশীয় ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতা ভগবান শিবের লিঙ্গরূপে অবতরণ অবধি এইস্থানেই তপস্যা করেছিলেন৷ কিছু বিদ্বজ্জন মান্ধাতার পুত্রদ্বয় অম্বরীশ এবং মুচুকুন্দের কাহিনীর বর্ণনা দেন৷ তারা এইস্থানে নিজেদের কঠোর প্রায়শ্চিত্ত তপস্যার মাধ্যমে ভগবান শিবকে তুষ্ট করেন, একই কারণে অঞ্চলে অবস্থিত পর্বতটির নাম মান্ধাতা পর্বত৷

তৃতীয় জনশ্রুতিটি হিন্দুপুরাণের গল্প থেকে আধারিত৷ পুরাণ মতে এইস্থানে দেব দানবের ভীষণ যুদ্ধে দানবকুলের জয় হয়৷ এটা ছিলো দেবগণের জন্য একটি গুরুতর পরাজয়, ফলে তারা ভগবান শিবকে আহ্বান জানান৷ তাদের আহ্বানে সন্তুষ্ট হয়ে তিনি ওঙ্কারেশ্বর শিবের আকার ধারণ করেন দানবকুলের নাশ করেন৷

ওংকারেশ্বরের নিকট আদি শঙ্করাচার্যের গুহা অবস্থিত৷ মনে করা হয় এই গুহাতেই তিনি তার গুরু গোবিন্দপদের সাক্ষাৎ পান৷ গুহাটির অস্তিত্ব বর্তমানে ওংকারেশ্বরে ওঙ্কারেশ্বর মন্দিরের নিচে পাওয়া যায় এবং সেখানে একটি আদি শঙ্করাচার্যের মূর্তিও রয়েছে৷

আমাদের ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার


Enjoy and stay connected with us!! Subscribe to M-Series channel for daily entertainment dose https://www.youtube.com/channel/UCcVc... Like us on Facebook https://www.facebook.com/mseriesbangla Follow us on Twitter https://twitter.com/mseriesbangla

Post a Comment

0 Comments