সোমনাথ মন্দির || কি রহস্য লুকিয়ে আছে এই মন্দিরের ইতিহাসে? || Somnath temple

 


সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির। মুসলিম শাসকদের হাতে ৬ বার ক্ষত-বিক্ষত হওয়া এই কালজয়ী মন্দির এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ভগবান শিবের মহিমা নিঃসৃত এই মন্দিরের অপূর্ব কারুকার্য সকলের মনেই বিস্ময় সৃষ্টি করে। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। যুগে যুগে ভগবান ত্রিলোকেশ্বর শিব বিভিন্ন রূপে তার মহিমা প্রকাশ করেন। এটি বিখ্যাত একটি স্বর্ণ শিবমন্দির নামেও পরিচিত। পরে রাবণ রৌপ্যে, কৃষ্ণ চন্দনকাষ্ঠে এবং রাজা ভীমদেব প্রস্তরে মন্দিরটি পুনর্নিমাণ করেন।

কথিত আছে, সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্টের জন্মের আগে থেকে বিদ্যমান ছিল।সোমনাথ: ভারতের বিখ্যাত শহর, সমুদ্রের উপকূলে অবস্থিত এবং সমুদ্রের তরঙ্গবিধৌত। এই স্থানের বিস্ময়কর স্থানগুলির মধ্যে একটি হল এক মন্দির যেখানে সোমনাথ নামে একটি বিগ্রহ রয়েছে। বিগ্রহটি মন্দিরের মাঝখানে নিচের কোনোরকম ঠেকনা ছাড়াই উপর থেকে ঝুলে রয়েছে। হিন্দুরা এটিকে খুব শ্রদ্ধা করে। বিগ্রহটিকে ওভাবে ঝুলতে দেখে মুসলমানই হোক, আর কাফেরই হোক, সবাই আশ্চর্য হয়ে যায়। চন্দ্রগ্রহণের দিন হিন্দুরা এই মন্দিরে তীর্থ করতে আসে। সেই সময় লক্ষ লক্ষ লোক এই মন্দিরে ভিড় জমান।

Post a Comment

0 Comments