চৈত্র সংক্রান্তি কি? || চড়ক পূজার ইতিহাস || Podcast-03

নমস্কার আমাদের আজকের পডকাস্টে তুলে ধরবো চৌত্র সংক্রান্তির আদ্যপান্ত। চড়ক পূজা, নীল পূজা, শিবের গাজন এবং শিব পূজা সম্পর্কে। চৈত্র সংক্রান্তি কি? || চড়ক পূজার ইতিহাস || Podcast-03 চৈত্র সংক্রান্তি, ঋতুরাজ বসন্তের আগমনে সারা পৃথিবী নতুন সাজে সেজে ওঠে। গাছে গাছে নতুন কুড়ি ফুটে ওঠে, শাখায় শাখায় নতুন ফুল ফোটে আর গাছের ডালে আপন মনে কোকিল গান গেয়ে ওঠে। এটাই আমাদের চিরাচরিত বাংলাভূমি। চৈত্র মাসের শেষ দিনকেই চৈত্র সংক্রান্তি বলে ধরা হয়।


 

Post a Comment

0 Comments