কাশী বিশ্বনাথ মন্দির || অলৌকিক স্বর্ণমন্দিরের ইতিহাস || kashi vishwanath temple.


 কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। হিন্দু বিশ্বাস অনুযায়ী, কাশী বিশ্বনাথ মন্দির "জ্যোতির্লিঙ্গ মন্দির" নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম। এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা শিব "বিশ্বনাথ" বা "বিশ্বেশ্বর" নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম "কাশী" এই কারণে মন্দিরটি "কাশী বিশ্বনাথ মন্দির" নামে পরিচিত। মন্দিরের ১৫.৫ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। তাই মন্দিরটিকে স্বর্ণমন্দিরও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈবধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাটিতেই অবস্থিত ছিল।বর্তমান মন্দিরটি ১৭৮০ সালে ইন্দোরের মহারানি অহল্যা বাই হোলকর তৈরি করেন। ১৯৮৩ সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। কাশী বিশ্বনাথ মন্দির || অলৌকিক স্বর্ণমন্দিরের ইতিহাস || kashi vishwanath temple. কাশী বিশ্বনাথ ,কাশী বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ, কাশি বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দিরের অজানা কাহিনী, kashi vishwanath temple, কাশী বিশ্বনাথ মন্দিরের নানা অজানা রহস্য, mahashivratri at kashi, kashi vishwanath, হিন্দু মন্দির, কাশী বিশ্বনাথ, kashi vishwanath, kashi vishwanath corridor, kashi vishwanath mandir, kashi vishwanath temple mystery, temples, temples of india, hindu temples, kashi vishwanath temple mosque, kashi mosque, gyanvapi mosque, gyanvapi mosque kashi vishwanath temple, hindu, india, indian temples.

Post a Comment

0 Comments