২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কুড়িরডোপ মাঠ, নড়াইল।



অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’এ শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নড়াইলবাসী লাখো মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করেছে। শনিবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের কুড়িরডোপ মাঠে একুশ উদ্যাপন পর্ষদের আয়োজনে এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় লাখো মোমবাতি দিয়ে বিশাল কুড়িরডোব মাঠ প্রজ্জলন, শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, বাংলা বর্ণমালা তৈরী, কুখ্যাত ১০জন যুদ্ধাপরাধীর কুশপুত্তলিকা দাহ এবং ভাষা দিবসের ৬৫তম বার্ষিকী উপলক্ষে ৬৫টি ফানুষ ওড়ানো হয় । সন্ধ্যা ঠিক ৬টা ১৫মিনিটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের মধ্য দিয়ে গণ সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানটি টেলিভিশন মিডিয়া “মাছরাঙা”সরাসরি সম্প্রচার করেছে। মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করেছে স্কয়ার ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান।

Post a Comment

0 Comments