মল্লিকার্জুন মন্দির || দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের ইতিহাস || Mallikarjuna temple

 

৫২টি শক্তিপীঠের মধ্যে মল্লিকার্জুন অন্যতম| শিবের পত্নী দেবী সতীর শরীর নিয়ে যখন মহাদেব ধ্বংসের নাচ নেচেছিলেন, বিষ্ণুদেবের সুদর্শন চক্র ব্যবহারে সতীদেবীর শরীর টুকরো টুকরো হয়েছিল এই টুকরা গুলো পৃথিবীর উপর পড়ে এবং শিবের ভক্তদের জন্য উপাসনার এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে এই স্থানগুলি শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়| কথিত আছে যে, পৃথিবীতে দেবী সতীর ওপরের ঠোঁট এই মল্লিকার্জুনে পড়ে তাই এই স্থান হিন্দুদের কাছে অতি পবিত্র পীঠস্থান মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে শিবের আরাধনার তাৎপর্য এটা বিশ্বাস করা হয় যে এখানে শিবের কাছে প্রার্থনা করলে অপরিমেয় সম্পদ ও খ্যাতি অর্জিত হয়| শিবের কাছে সত্য নিষ্ঠা থাকলে সব রকমের মনোবাঞ্ছা পূর্ণ হয়|

Post a Comment

0 Comments