মহাকালেশ্বর মন্দির || কেন ১২ টি জ্যোতির্লিঙ্গের অন্যতম? || Mahakaleswar temple



মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হল হিন্দু দেবতা শিবের একটি স্বয়ম্ভু মন্দির যাহা বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটিকে শিবের সাক্ষাৎ-মূর্তি বলে মনে করা হয়। মহাকালেশ্বর মন্দিরটিকে ১৮টি মহাশক্তিপীঠের একটি বলে মনে করা হয়। মহাকালেশ্বর মন্দির || কেন ১২ টি জ্যোতির্লিঙ্গের অন্যতম || Mahakaleswar temple mahakaleshwar temple ujjain, third jyotirling, মহাকালেশ্বর মন্দির ,মহাকাল মন্দির, mahakal temple, mahakaleshwar,mahakaleshwar temple, mahakaleshwar jyotirlinga, mahakaleshwar temple ujjain,মহাকালেশ্বর এর কাহিনী, mahakaleswar full story, মহাকালেশ্বর সৃষ্টি, temples in ujjain, shivling at ujjain, jyotirlinga temple, মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণামূর্তি নামে পরিচিত। ‘দক্ষিণামূর্তি’ শব্দের অর্থ ‘যাঁর মুখ দক্ষিণ দিকে’। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র প্রথাটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বরেই দেখা যায়। ‘ওঙ্কারেশ্বর মহাদেবে’র মূর্তিটি মহাকাল মন্দিরের গর্ভগৃহের উপরে স্থাপিত। গর্ভগৃহের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে গণেশ, পার্বতী ও কার্তিকের মূর্তি স্থাপিত। দক্ষিণ দিকে শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত। মন্দিরের তৃতীয় তলে নাগচন্দ্রেশ্বর মূর্তি আছে। এটি একমাত্র নাগপঞ্চমীর দিন দর্শনের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের পাঁচটি তল আছে, তার মধ্যে একটি ভূগর্ভে অবস্থিত। এছাড়া মন্দিরে একটি বিশাল প্রাঙ্গন রয়েছে। হ্রদের দিকে অবস্থিত এই প্রাঙ্গনটি প্রাচীরবেষ্টিত। মন্দিরের শিখর বা চূড়াটি শাস্ত্রে উল্লিখিত পবিত্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে। ভূগর্ভস্থ কক্ষটির পথটি পিতলের প্রদীপ দ্বারা আলোকিত হয়। মনে করা হয়, দেবতাকে এই কক্ষেই প্রসাদ দেওয়া হয়। এটি মন্দিরের একটি স্বতন্ত্র প্রথা। কারণ, এই রকম প্রথা অন্য কোনো মন্দিরে দেখা যায় না।

Enjoy and stay connected with us!! Subscribe to M-Series channel for daily entertainment dose https://www.youtube.com/channel/UCcVc... Like us on Facebook https://www.facebook.com/mseriesbangla Follow us on Twitter https://twitter.com/mseriesbangla

Post a Comment

0 Comments