ভগবান শিবের তৃতীয় নেত্র সৃষ্টি রহস্য || শিবের শক্তির মূল উৎস কি? || Podcast-04


সৃষ্টি, স্থিতি বিনাশ, আদি অন্ত নেই যার দেবতাদেরও দেবতা যিনি তিনিই মহেশ্বর শিব। নমস্কার আমাদের আজকের পডকাস্টে তুলে ধরবো শিবের শক্তির মূল উৎস কি? ভগবান শিবের তৃতীয় নেত্র সৃষ্টি রহস্য সম্পর্কে। ভগবান শিবের তৃতীয় নেত্র সৃষ্টি রহস্য || শিবের শক্তির মূল উৎস কি? || Podcast-04

কথিত আছে, এক সময় মজার ছলেই শিবের দুই চোখ চেপে ধরেছিলেন পার্বতী। আর তার ফলে গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে। তাই পৃথিবীকে আলো দিতে তৃতীয় এই চোখ খুলতে বাধ্য হন তিনি। এর ফলেই ফিরে আসে আলো ও শক্তি। কিন্তু শিবের চোখ থেকে উৎপন্ন হওয়া তাপে পার্বতীর দুই হাত ঘামতে থাকে। সেই ঘাম মাটিতে পড়ে ও এক শিশুতে পরিণত হয়। সেই শিশুর নাম হয় অন্ধকা। এক অসুর তাকে দত্তক নেয়। ভগবান শিব অন্ধকাকে একটি বর দেন, বলেন, এমন কোনও মহিলার প্রতি সে আকৃষ্ট হবে যার প্রতি আকৃষ্ট হওয়া উচিৎ নয়। আর তাতেই একমাত্র তার মৃত্যু হতে পারে। এই বরেই বিশ্ব জয় করতে বেরিয়ে পড়ে অন্ধকা। কিন্তু পার্বতীর রূপে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হয় অন্ধকা। তখন শিব তাকে মেরে ফেলেন। তাই কোনও কামনাকে নিঃশেষ করে দেওয়ার একটি প্রতীক হল এই তৃতীয় নেত্র। শিব কামনাকে শেষ করে বুঝিয়েছিলেন, কোনও কামনা না পেলেই আসে যন্ত্রণা। তাই তা থেকে দূরে থাকাই শ্রেয়। Enjoy and stay connected with us!! Subscribe to M-Series channel for daily entertainment dose
https://www.youtube.com/channel/UCcVc... Like us on Facebook https://www.facebook.com/mseriesbangla Follow us on Twitter https://twitter.com/mseriesbangla #WhoIsLordShiva#LordShiva#Shivapodcast
 

Post a Comment

0 Comments