Angkor Wat Temple Cambodia || আংকর বাট মন্দির || কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির

আঙ্করভাট (অর্থাৎ "শহরের মন্দির", "আংকর" হল সংস্কৃত "নগর" শব্দের স্থানীয় উচ্চারণ) হলো উত্তর-পশ্চিম কম্বোডিয়ার একটি বৌদ্ধ মন্দির কমপ্লেক্স। কম্বোডিয়ান বৌদ্ধধর্মের একটি জাতীয় প্রতীক ও পবিত্র স্থান, কমপ্লেক্সটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য। ১২শ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা ২য় সূর্যবর্মণ। তিনি এটিকে তার রাজধানী ও প্রধান উপাসনালয় হিসাবে তৈরি করেন। তখন থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত। প্রথমদিকে হিন্দু মন্দির হিসাবে ব্যবহৃত হলেও পরে এটি বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। আঙ্করভাটের নির্মাণশৈলী খেমের সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অণুপম নিদর্শন। এটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে, এবং দেশটির প্রধান পর্যটন আকর্ষণ।



Angkor Wat Temple Cambodia || আংকর বাট মন্দির || কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির Enjoy and stay connected with us!! Subscribe to M-Series channel for daily entertainment dose
https://www.youtube.com/channel/UCcVc... Like us on Facebook https://www.facebook.com/mseriesbangla Follow us on Twitter https://twitter.com/mseriesbangla #AngkorWat#আংকরবাট#Bisnutemple
 

Post a Comment

0 Comments